যাত্রাবাড়ীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের ওপর ছাত্রদের হামলা

নিজস্ব প্রতিবেদক

১১ দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করা ব্যাটারিচালিত রিকশাচালকের হামলা করেছে ছাত্ররা।তাদের আক্রমণের শিকার হয়ে সড়ক ছাড়ে তারা। এখন ওই এলাকার যানচলাচল স্বাভাবিক রয়েছে।

হামলাকারীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীসমর্থক বলে অভিযোগ করেছেন রিকশা চালকেরা। তারা বলেন আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছে তারা, অথচ তাদের আন্দোলনের সময় আমরা তাদেরকে বেশি সমর্থন করেছি।

রোববার দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক আহম্মেদ বলেন, সড়কে অবস্থানরতদের সাড়ে ১২টার দিকে তুলে দেওয়া হয়েছে। এখন রাস্তায় কেউ নেই। পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে বাড়তি পুলিশ মোতায়েন আছে।

এদিকে রাজধানীর মোহাম্মদপুর, প্রেসক্লাবসহ বেশ কিছু জায়গায় নিজেদের অবস্থান নিয়ে আন্দোলন করছে ব্যাটারিচালিত অটোরিকশা চালক ও মালিকরা। এতে সড়কগুলোর যানচলাচল বন্ধ রয়েছে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে শত শত যানবাহন। রাজধানীতে জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ পড়েছেন বিপদে। অনেকে ব্যাগ-বস্তা নিয়ে হেঁটে গন্তব্যে রওনা হচ্ছেন।

এর আগে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চলাচলের অনুমতি, বিআরটিএ থেকে চালক ও যানবাহনের লাইসেন্সসহ ১১ দফা দাবিতে সকাল থেকে আন্দোলন শুরু হয়। পূর্বঘোষিত আন্দোলনে তারা জাতীয় প্রেসক্লাব ও বিআরটিএ অফিস ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিল।

শেয়ার করুন