বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে হামলা করেছে একদল উচ্ছৃঙ্খল জনতা। সোমবার রাতে শাহবাগে এ হামলা হয়।
এতে রমেন রায় (৫০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
আহত রমেন রায় বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম যাওয়ার সময় বিমানবন্দর থেকে ডিবি আটক করে। এর প্রতিবাদে আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। পরে হঠাৎ বেশ কয়েকজন লোক লাঠি হাতে এসে আমাদের উপরে হামলা চালায়। এ সময় আমি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হই। পরে আমাদের কয়েকজন আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এসেছে।’
আহতকে হাসপাতালে নিয়ে আসা অঙ্কুর ঘোষ নামে আরেকজন বলেন, ‘হামলায় আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। কারা হামলা করেছে তা জানি না।’
অঙ্কুর ঘোষ আরও বলেন, ‘আমরা কি এই দেশে শান্তিতে বসবাস করতে পারবো না? আমাদের কি অপরাধ। আমরা তো কাউকে আক্রমণ করিনি। আমরা শান্তিপূর্ণভাবে গ্রেপ্তারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছিলাম, তাহলে তারা কেন আমাদের উপর হামলা চালালো?’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ ফারুক বলেন, ‘শাহবাগ থেকে গুরুতর রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।’
সোমবার বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিন্ময় কৃষ্ণ দাস আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ করেন সনাতন ধর্মাবলম্বীরা। চট্টগ্রামের জামালখানের চেরাগী মোড় বিক্ষোভ মিছিল করেছেন শত শত সনাতনীরা। এসময় তারা নানা প্রতিবাদী স্লোগান দেন। এরপরের চেরাগ মোড় চত্বরে মূল সড়কে বসে পড়েন। এতে বন্ধ হয়ে পড়ে সব ধরনের যান চলাচল৷
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ পুলিশ সদস্য সতর্ক অবস্থায় রয়েছে। বিক্ষোভকারীরা চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত মুক্তি দাবি করেন।