বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দিলো আয়ারল্যান্ড

মত ও পথ ডেস্ক

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইল ছবি

সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের বোলাররা। মিরপুরের চেনা উইকেটে তারা সেই ধারা অব্যাহত রেখেছেন দ্বিতীয় ম্যাচেও। সুলতানা খাতুন-নাহিদা আক্তারদের আঁটসাঁট বোলিংয়ে আইরিশ নারীদের নাগালেই রেখেছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার (৩০ নভেম্বর) মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন অ্যামি হান্টার। বাংলাদেশের হয়ে ৩২ রানে ২ উইকেট শিকার করেছেন সুলতানা খাতুন।

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। ইনিংসের চতুর্থ ওভারে গ্যাবি লুইসকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নাহিদা আক্তার। আরেক ওপেনার সারা ফোর্বসও সুবিধা করতে পারেবননি। তার ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ১৩ রান।

৩৫ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় আইরিশরা। অ্যামি এবং অরলা প্রেন্ডারগাস্ট মিলে ৯১ রানের জুটি গড়েন। ৩৭ রান করে অরলা বিদায় নিলে ভাঙে সেই জুটি।

এরপর লরা ডেলানি ছাড়া আর কেউই অ্যামিকে সঙ্গে দিতে পারেননি। ডেলানির ব্যাট থেকে এসেছে ৩৩ রান। তার বিদায়ের পর এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন অ্যামি। সাজঘরে ফেরার আগে ৬৮ রান এসেছে তার ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে ৩২ রানে ২ উইকেট পেয়েছেন সুলতানা। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন নাহিদা ও স্বর্ণা আক্তার।

শেয়ার করুন