ডেঙ্গুতে এক মাসে সর্বোচ্চ মৃত্যু নভেম্বরে

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু
ফাইল ছবি

এডিস মশাবাহিত প্রাণঘাতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩০ নভেম্বর (শনিবার) সকাল পর্যন্ত আগের ২৪ ঘন্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৮ জনে। এরমধ্যে চলতি নভেম্বর মাসেই মারা গেছেন ১৭৩ জন, যা এ বছর এক মাসে সর্বোচ্চ মৃত্যু।

অপরদিকে মশাবাহী রোগটিতে আক্রান্ত হয়ে গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৫ জন। এতে চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্য ৯১ হাজার ছড়িয়ে গেছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের ৩১৯ জন এবং বাকিরা ঢাকার বাইরের। আর গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন সবাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯১ হাজার ৪৬৯ জন। এর মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি নভেম্বর মাসে ২৯ হাজার ৬৫২ জন রোগী ভর্তি হয়েছেন, মারা গেছেন ১৭৩ জন। এর আগে গত অক্টোবর মাসে চলতি বছরের এক মাসের হিসেবে সবচেয়ে বেশি- ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছিলেন। সেই মাসে মত্যু হয়েছিল ১৩৫ জনের।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ৮৭ হাজার ৮৭৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ১০২ জন।

শেয়ার করুন