সাদমান-দিপুর ব্যাটে স্বস্তিতে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ভেজা আউটফিল্ডের কারণে কিংস্টন টেস্টের প্রথম দুই সেশনে কোনো বল মাঠেই গড়ায়নি। তৃতীয় সেশনে খেলতে নেমে মাত্র ১০ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। তবে সাদমান ইসলাম ও শাহদাত হোসেন দিপুর ব্যাটে স্বস্তি নিয়ে দিন শেষ করেছে সফরকারী বাংলাদেশ।

৩০ ওভারে ২ উইকেটে ৬৯ রান সংগ্রহ করে দিন শেষ করেছে টাইগাররা।

ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। কয়েক দফা পেছানোর পর অবশেষে হয় টস। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ব্যাট করতে নেমে দলীয় ১০ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ১২ বলে ৩ ও রানের খাতা খোলার আগেই মুমিনুল হক সাজঘরে ফিরে যান।

এরপর দিপুকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন সাদমান। দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। ক্যারিবিয়ান বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন তারা।

ফিফটির দেখা পান সাদমান। দিন শেষে ১০০ বলে ৫০ রানে অপরাজিত আছেন এই টাইগার ওপেনার। ৬৩ বলে ১২ রানে অপরাজিত আছেন দিপু। ওয়েস্ট ইন্ডিজের পর কেমার রোচ নেন ২টি উইকেট।

শেয়ার করুন