উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় জেঁকে বসতে শুরু করেছে শীত। সোমবার (০২ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
গত কয়েক দিন থেকে তাপমাত্রার পারদ ওঠানামা করলেও গতকাল থেকে টানা দুই দিন যাবত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা সাড়ে ১২ ডিগ্রির ঘরেই আছে। ভোর থেকেই দেখা মিলছে কুয়াশার। সকাল ৯টার পর সূর্যের দেখা মিললেও খুব একটা প্রখরতা নেই। শীত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে শীতের পোশাক পরে বের হচ্ছে মানুষ।
নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। আজ সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ৪ কিলোমিটার। আগামীতে তাপমাত্রা আরও কমবে।