সিরিয়ায় বিদ্রোহীদের পেছনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য জড়িত থাকতে পারে : রাশিয়া

মত ও পথ ডেস্ক

সিরিয়ায় আলেপ্পোর পর হামা শহরও দখলে নিল বিদ্রোহীরা। ছবি : আল-জাজিরা

সিরিয়ায় বিদ্রোহীদের সমর্থনের পেছনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জড়িত থাকতে পারে বলে জানিয়েছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

আল-কায়েদা সংশ্লিষ্ট হায়াত তাহরির-আল-শাম (এইচটিএস) নামের সন্ত্রাসী গোষ্ঠী, যারা আগে জাবহাত আল-নুসরা নামে পরিচিত ছিল, সম্প্রতি ইদলিব থেকে একটি অতর্কিত হামলা শুরু করে। তারপর আলেপ্পো এবং হামা দখল করে নিয়েছে এই গোষ্ঠী।

সাংবাদিক টাকার কার্লসন ল্যাভরভকে প্রশ্ন করেন, কারা সিরিয়ায় সন্ত্রাসীদের সমর্থন করছে? ল্যাভরভ বলেন, আমাদের কাছে কিছু তথ্য আছে, তা পাবলিক ডোমেইনে দেওয়া আছে। এছাড়া অন্যদের মধ্যে আমেরিকা ও ব্রিটিশদের কথা উল্লেখ করা হয়েছে। কেউ কেউ বলছেন, গাজা যাতে খুব বেশি নজরদারির মধ্যে না থাকে, সেজন্য এই পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলতে আগ্রহী ইসরায়েল।

রাশিয়ান শীর্ষ কূটনীতিক যোগ করেন, এটা একটা জটিল খেলা। অনেক ‘খেলোয়াড়’ এখানে জড়িত। আমেরিকানরা সিরিয়ার পূর্বাঞ্চলে তেল ও শস্য বিক্রি থেকে প্রাপ্ত মুনাফা ব্যবহার করে কিছু কুর্দি বিচ্ছিন্নতাবাদী তৈরি করছে।

তিনি বলেন, সন্ত্রাসীদের অর্থায়ন ও অস্ত্র সরবরাহের চ্যানেলগুলো কীভাবে বন্ধ করা যায়, সে বিষয়ে আমরা সব অংশীদারদের সঙ্গে আলোচনা করবো।

শেয়ার করুন