অ্যাডিলেইড টেস্ট: মাত্র ২০ বলেই ভারতকে টেস্ট হারালো অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

অ্যাডিলেইড টেস্টে ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। রোহিত শর্মার দলের বিপক্ষে মাত্র ১৯ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়াকে খেলতে হয়েছে মাত্র ২০ বল। একপেশে লড়াইয়ে জিতে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্র্রফিতে ১-১ সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া।

পুরো ম্যাচে খেলা হয়েছে ১০৩১ বল। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সবচেয়ে সংক্ষিপ্ত টেস্টের রেকর্ড এটি।

প্রথম ইনিংসে ভারতকে ১৮০ রানে অলআউট করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া করে ৩৩৭ রান। ১৫৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। দ্বিতীয় দিনে ভারত ১০৫ রানে ৫ উইকেট হারানোর পরই মনে হয়েছে এই ম্যাচে বেশি রানের লক্ষ্য দিতে পারবে না রোহিতরা। শেষ পর্যন্ত তাই হলো।

৫ উইকেটে ১২৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। এদিন ৪৭ রান করতেই বাকি ৫ উইকেট হারায় রোহিত শর্মার দল। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের পেস তোপের সামনে তারা টিকতে পারে মাত্র ১ ঘণ্টা। ব্যাট করে ১২.৫ ওভার। শেষমেশ ১৭৫ রানে অলআউট হয়ে গেলে মাত্র ১৯ রানের লক্ষ্য পায় অস্ট্রেলিয়া।

দিনের প্রথম বলেই ৩১ বলে ২৮ রান নিয়ে খেলা রিশাভ পান্তকে সেকেন্ড স্লিপে স্টিভ স্মিথের হাতের ক্যাচ বানান মিচেল স্টার্ক। রবীচন্দ্রন অশ্বিনকে ১৪ বলে ৭ রানে বেঁধে ফেলেন প্যাট কামিন্স। ১২ বল খেললেও হার্ষিত রানাকে রানের খাতা খুলতে দেননি কামিন্স।

এই ইনিংসেও ভারতীয়দের হয়ে সর্বোচ্চ রান করেন নিতীশ কুমার রেড্ডি। কামিন্সের বলে তৃতীয় স্লিপে নাথান ম্যাকসুইনির হাতে ক্যাচ হওয়ার আগে ৪৭ বলে ৪২ রান করেন তিনি।

৮ বলে ৭ রান করা মোহাম্মদ সিরাজকে অস্ট্রেলিয়ার পেসার বোল্যান্ড আউট করলে শেষ হয় ভারতীয়দের ইনিংস। ৫৭ রানে ৫ উইকেট নেন প্যাট কামিন্স। ২ উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। ৩ উইকেট নিজের ঝুলিতে নেন স্কট বোল্যান্ড।

এরপর দুই ওপেনার নাথান ম্যাকসুইনি ১২ বলে ১০ ও উসমান খাজার ৮ বলে ৯ রানে জয় পায় অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ১৮০ ও ১৭৫ (নিতিশ কুমার রেড্ডি ৪২, শুবমান গিল ২৮, রিশাভ পান্ত ২৮, যসশ্বী জয়সওয়াল ২৪, বিরাট কোহলি ১১; প্যাট কামিন্স ৫/৫৭, স্কট বোল্যান্ড ৩/৫১, মিচেল স্টার্ক ২/৬০)।

অস্ট্রেলিয়া: ৩৩৭ ও ১৯/০ (নাথান ম্যাকসুইনি ১০, উসমান খাজা ৯)।

ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী।

শেয়ার করুন