‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিতের প্রতিবাদে নাছিমের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক

বাহাউদ্দিন নাছিম

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিতের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ মঙ্গলবার এক বিবৃতি প্রদান করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম।

বিবৃতিতে তিনি বলেন, জুলাই-আগস্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক আন্দোলন ছিল সেটা নিছক কোনো দাবি আদায়ের আন্দোলন ছিল না। এই আন্দোলনের আড়ালে মূল লক্ষ্য ছিল ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের আবেগকে পুঁজি করে রাষ্ট্রক্ষমতা দখল করে বাংলাদেশকে খোলনলচে বদলে ফেলা। অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের গৃহীত প্রতিটি নীতি ও পদক্ষেপে যা প্রকাশিত এবং দিনকে দিন তা স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে।

নাছিম বলেন, দেশবিরোধী অপশক্তি কখনোই চায়নি বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার আলোকে পরিচালিত হোক। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে তারা পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য সুমহান মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা করেছে, যখনই সুযোগ পেয়েছে তখনই বাংলাদেশকে মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধের বিপরীতে পরিচালনা করেছে। গত জুলাই-আগস্টে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করে এবং নাশকতা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশে একটা পট-পরিবর্তন করা হয়। এর পর বাংলাদেশ ও স্বাধীনতা বিরোধী অপশক্তি প্রতিভূরা ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে অবৈধভাবে ক্ষমতা দখল করে।

তিনি আরও বলেন, শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে এদের দুরভিসন্ধি সমন্ধে অবহিত করে আসছিলেন। এদের মূল লক্ষ্য হলো, হাজার বছরের ইতিহাসে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতির সম্মিলিত প্রয়াসে সর্বশ্রেষ্ঠ অর্জনকে ম্লান করা। মহান মুক্তিযুদ্ধের প্রতি বাঙালির অমোচনীয় আবেগকে বিনষ্ট করা। তারই অংশ হিসেবে মহান বিজয়ের মাসে আজ আদালতকে ব্যবহার করে ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করা হয়েছে। তারা হয়তো বুঝতে অক্ষম যে, ‘জয় বাংলা’ বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভাঙ্গার গান, সম্মিলিত বোধের স্ফূরণ, হৃদয় থেকে হৃদয়ে প্রবাহিত বিনা তারের অনুরণন। ‘জয় বাংলা’ সমগ্র জাতিসত্তার একত্রিত হয়ে যে কোনো দানবীয় শক্তির বিরুদ্ধে লড়াই করার স্পর্ধার শব্দবন্ধ; শত্রুর বুককে প্রকম্পিত করার নির্ভীক উচ্চারণ। ‘জয় বাংলা’ বাঙালির হৃদয়ে স্থান করে নেওয়া অবিনাশী স্লোগান এবং হাজার বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রজ্জ্বলিত শব্দমালা। যা শ্বাশত ও চির ভাস্বর। শত বাধা-বিপত্তি সৃষ্টি করে বা আইনের বেড়াজালে এর ঐশ্বরিক দ্যুতি রোধ করা যাবে না।

বিবৃতিতে নাছিম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার ঐতিহাসিক রায় স্থগিতের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আশা করি, অগণতান্ত্রিক এই সরকার শুভবোধের উদয় হবে এবং তারা ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তা না হলে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক সকল নাগরিককে এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়ে মহান মুক্তিযুদ্ধের পক্ষে তাদের অবস্থান জানানোর আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুন