চব্বিশ

মোহাম্মদ সজিবুল হুদা ভূঁইয়া

পুলিশ মারল, ছাত্র মারল, আরও মারল শ্রমিক-জনতা,
মেটিকুলাস ডিজাইনে রাজাকার ছা-দের এ কী বর্বরতা!
টিভি সেন্টার, সেতু ভবন, আরও পুড়াল থানা-মেট্রোরেল,
জঙ্গিদের ছাড়াইয়া নিতে তারা ভাঙলো দেশের বহু জেল!

গুজবসন্ত্রাস ছড়িয়ে তারা জনতাকে করলো বিভ্রান্ত
মেটিকুলাস ডিজাইনে রাজাকার দেশ করলো ধ্বংস!
শত শত জনতার রক্ত চুষে দখল করলো রাষ্ট্রক্ষমতা,
রিসেট বাটন চেপে মুছতে চায় একাত্তরের বীরত্ব গাঁথা!

জয় বাংলা মুক্তির শ্লোগান, বাঙালির আত্মপরিচয়,
এই শ্লোগান দেশদ্রোহীদের বুকে ধরায় ভীষণ ভয়!
জিন্দাবাদ বইলা রাজাকার দেশ করেছে ছারখার
ধর্মের দোহাই দিয়ে তারা সন্ত্রাস চালায় বারংবার!

কোটার ছুতোয় চব্বিশে ফিরে এসে সেই দানব,
ভাঙল মন্দির, পোড়াল মসজিদ-মাজার-মানব!
ঢাবিতে খাইলো তারা ভবঘুরে তোফাজ্জলের প্রাণ
মব কিলিংয়ে মত্ত তারা, সারাদেশ বানালো শ্মশান!

বিদ্যাপীঠে নেই শিক্ষা, নেই শিক্ষাগুরুর মর্যাদা,
ছাত্রের আঘাতে শিক্ষকের গায়ে রক্ত আর কাদা!
উলঙ্গ আজ বিচারবিভাগ, উলঙ্গ প্রশাসন,
দেশজুড়ে চলছে শুধু মবতন্ত্রের শোষণ-ত্রাসন!

কবি: মোহাম্মদ সজিবুল হুদা ভূঁইয়া
তারিখ: ১১/১২/২০২৪

শেয়ার করুন