১৫ বছরে উন্নয়ন খাতে সাড়ে ষোল লক্ষ কোটির বাজেট
সেখান থেকে বিদেশে পাচার ২৮ লক্ষ কোটি
এ কেমন শ্বেত সমীকরণ জাতির সামনে করলে তুমি পেশ…!
যা দেখে জনতা নাসির হোজ্জার গল্পের মতোই করছে বলা-বলি,
কেজি মাংস খাবার পরে যদি বেড়ালের ওজন এক কেজিই হয়,
সাড়ে ষোল লক্ষ কোটি উন্নয়ন বাজেটের ২৮ লক্ষ কোটি পাচার,
এ সমীকরণ তবে ক্যামনে মিথ্যা হয়?!
তা দেখিয়া কবি মনে আসল কিছু চরণ…
হাটে দালাল, ঘাটে দালাল
দালাল দেখি সর্বত্র,
শ্বেত ধেনু নিয়া প্রাসাদে হাজির
দালাল প্রিয় ভট্টাচার্য!
১২/১২/২০২৪