দ্রোহের আগুন

মোহাম্মদ সজিবুল হুদা ভূঁইয়া

সংস্কার সংস্কার নামে চলছে মহাতামাশা
রক্তগঙ্গা বয়ে চলছে, সব জায়গায় দুর্দশা।
যাদের হাতে একাত্তরে স্বাধীন হলো দেশমাতৃকা
তাদের স্মৃতি মুছচ্ছে আজ দেশদ্রোহী চামচিকা!

হৃদয়ে জ্বলছে দ্রোহের আগুন
দিনে দিনে তা হচ্ছে দ্বিগুণ।
আসুক যতই খতরনাক,
দিবই আমি মুক্তির ডাক।

বাংলাদেশ মোর মাতৃভূমি,
সেই ভূমিতে শত্রুর ঘাঁটি,
তবু কেমনে চোখবুঁজে থাকি?

গাইব আমি জয় বাংলার গান,
লিখব শত ছন্দ-কবিতা, থামব না’ক আর-
রাজাকার রুখতে হব একাত্তরের হাতিয়ার।

১৫/১২/২০২৪

শেয়ার করুন