দেয়ালে ‘জয় বাংলা’ লেখার অপরাধে ছাত্রলীগের দুই নেতাকর্মীকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

“জয় বাংলা” স্লোগান দেয়ালে লেখার অপরাধে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে দুই ছাত্রলীগ নেতাকর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এসময় আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

নিহত দুইজন হলেন- নাচোল উপজেলার ফতেহপুর ইউনিয়নের খলশী গ্রামের এজাবুল হকের ছেলে মোঃ মাসুদ রানা। তিনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিকাল ডিপার্টমেন্ট শাখা ছাত্রলীগের সভাপতি এবং নাচোল উপজেলা ছাত্রলীগের সহ- সম্পাদক ছিলেন। অন্যজন হলেন একই ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে রায়হান। তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহাদ আকিদ রেহমান জানান, আমাদের কাছে আসার পূর্বেই মাদুস ও রায়হান মারা যায়। ইসিজি করে আমরা নিশ্চিত হয়েছি। আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাসুদ ও রায়হান ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে “জয় বাংলা” স্লোগান দেয়ালে লিখেছিলেন। এসময় জামাত-শিবির সমর্থক একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। পরে তাদেরকে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।

পুলিশের ভাষ্য, মঙ্গলবার রাতে বিজয় দিবসের অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এর জের ধরে অনুষ্ঠান শেষে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছুরিকাঘাতে দুজন নিহত ও আরও চারজন আহত হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘ হতাহতরা কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। দুই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন