“জয় বাংলা” মুক্তিযুদ্ধের স্মারক
দেশপ্রেমিকরা তার ধারক-বাহক।
“জয় বাংলা”, ঊনিশশো একাত্তর
রিসেট চেপে মুছতে চায় ঘৃণ্য পাকিচর!
রক্তের রংতুলিতে “জয় বাংলা” লিখে
মাসুদ-রায়হান প্রাণ দিল হাসিমুখে।
ওঁরা চব্বিশের শহীদ, সাহসী যোদ্ধা
দেশ বাঁচাতে নির্ভয়ে লড়ে গেছে সদা।
আমি বাঙালি, “জয় বাংলা” আমার আত্মপরিচয়
দেশি-বিদেশি শত্রুর বুকে “জয় বাংলা” ধরায় কাপন,
লক্ষ-কোটি হৃদয়ে করে স্বদেশপ্রেমের জাগরণ
“জয় বাংলা” শ্লোগানেই ঘটে বাংলাদেশের অভ্যুদয়।
স্বাধীকার পতাকা আজ খামচে ধরেছে পুরনো শকুন
উন্মাদচিত্তে প্রাণ খেয়ে দেনা বাড়াচ্ছে শতগুণ।
দেশ বানিয়ে মহাশ্মশান, শত মায়ের বুক করছে খালি;
তোফাজ্জল, মাসুদ-রায়হানদের রক্ত নিয়ে খেলছে সদা হলি।
হে তরুণ তুমি জেগে উঠো আজ, নিতে হবে বদলা
হায়না দমনের শপথ নিয়ে শামিল হও সংগ্রামে,
থামাও মায়ের বোবা ক্রন্দন, জ্বালাও আলোর প্রদীপ
শহিদের রক্ত বৃথা যদি যায়, বৃথা হবে তোমার পথচলা।
১৮/১২/২০২৪