আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছের নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা সৃষ্টি করা হয়েছে বলে আমি দেখছি না। আমরা চাই অর্ন্তভূক্তিমূলক নির্বাচন, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। যারা নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্য তাদের কোনো ধরনের বাধা বিপত্তি নেই। আমরা সুপারিশ করব যাতে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়।
তিনি আরও বলেন, আমি আশা করছি আগামী নির্বাচনে নির্বাচন কমিশন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবে। নির্বাচনী কর্মকর্তারা স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন।
সংস্কার বিষয়ে বদিউল আলম বলেন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার বিষয়ে হাজার হাজার প্রস্তাব এসেছে। আমরা সেগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। আমরা চাই অংশগ্রহণমূলক নির্বাচন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় নির্বাচন নিয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতারা।