দিনাজপুরে পাশাপাশি ঝুলছিল মা-মেয়ের মরদেহ

দিনাজপুর প্রতিনিধি

আত্মহত্যা

দিনাজপুরের খানসামায় একই রশিতে মা ও মেয়ের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শোয়ার ঘরের আড়ার সঙ্গে রশিটি পেঁচানো ছিল।

বুধবার রাত ১০টার দিকে খানসামা উপজেলার আরাজি জুগির ঘোপাপাড়া এলাকার ভক্ত রায়ের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা হলেন, ভক্ত রায়ের স্ত্রী সুজাতা রানী রায় (২৪) ও তাদের ৬ বছর বয়সী কন্যা সন্তান নীলাদ্রী রায় (৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে ঘরের ভেতরে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরিবারের সদস্য ও স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

এদিকে ওই ঘরে একটি সুইসাইড নোট পাওয়া যায়। যেখানে ‌‘মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা পাওয়া গেছে। তবে ওই লেখা ভিকটিমের কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের জন্য পরীক্ষা নিরীক্ষা চলছে।

খানসামা থানার ওসি নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন