ঘরে ঢুকে মাকে বেঁধে তরুণীকে গণধর্ষণ

লক্ষ্মীপুর প্রতিনিধি

গণধর্ষণ
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে ঘরে ঢুকে মাকে বেঁধে রেখে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে একটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।

পুলিশ জানিয়েছে, গত ৯ ডিসেম্বর গভীর রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের একটি গ্রামের ওই ঘটনায় নির্যাতনের শিকার তরুণীর বাবা বাদী হয়ে বুধবার রাতে কমলনগর থানায় মামলা করেন।

বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে উপজেলার চরকাদিরা এলাকায় অভিযান চালিয়ে রনি হোসেন ও আশরাফ উদ্দিন নামে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তহিদুল ইসলাম মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তরুণীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ৯ ডিসেম্বর গভীর রাতে ওই তরুণীর ঘরের দরজা ভেঙে পাঁচ যুবক প্রবেশ করে। এ সময় তার মায়ের হাত-পা ও মুখ বেধেঁ তাকে পলাক্রমে ধর্ষণ করে ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যায় তারা।

মামলায় বলা হয়েছে, নির্যাতনের সময় রনিকে চিনতে পারেন তরুণীর মা। বিষয়টি জানাজানির পর রনির নেতৃত্বে কয়েকজন যুবক বাড়িতে এসে হুমকি-ধমকি দিয়ে চলে যাওয়ার সময় স্থানীয়রা রনিকে আটক করেন। পরে স্থানীয় কামাল হোসেনের নেতৃত্বে কয়েকজন রনিকে ছিনিয়ে নিয়ে যান। এক পর্যায়ে পুলিশের নজরে বিষয়টি আসার পর বুধবার রাতে মামলা হয়।

শেয়ার করুন