সবাই চেয়েছিল আমি যেন ব্যর্থ হই : অর্জুন কাপুর

মত ও পথ ডেস্ক

অর্জুন কাপুর। ফাইল ছবি

বলিউড অভিনেতা অর্জুন কাপুর। তার জীবন থেকে কাজ, ব্যর্থতা সবটা নিয়েই মুখ খুললেন। ‘সিংহাম অ্যাগেইন’ ছবিতে তার কাজের অভিজ্ঞতা কেমন ছিল, তাও জানালেন। দর্শকদের কাছে ছবিটির পর নতুন করে খ্যাতি পেয়েছেন অর্জুন কাপুর, প্রশংসিত হয়েছে তার অভিনয়।

সম্প্রতি এক পডকাস্টে অর্জুন কাপুর জানিয়েছেন, ২০১২ থেকে যখন তিনি ক্যারিয়ার শুরু করেন, তখন থেকেই তাকে অনেক নেগেটিভিটির মধ্য দিয়ে যেতে হয়েছে। কী কী সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে, কতটা লড়াই করতে হয়েছে, সেটাও জানালেন। দাবি করলেন, অনেকেই নাকি তার ব্যর্থ হওয়ার অপেক্ষায় ছিলেন।

সেই পডকাস্টে অর্জুন কাপুর বলেন, ‘পরিচালক রোহিত স্যার আমায় যখন জানালো যে মানুষজন আমায় নিয়ে কথা বলছে, ছবিতে আমার দাপট নিয়ে আলোচনা করছে তখন খুব খুশি হয়েছিলাম। ওটা একটা গর্বের ব্যাপার ছিল। কারণ বহুদিন ধরে অনেকেই চাইছিলেন যাতে আমি ব্যর্থ হই। আমি অনেকে বলতে তাদের কথা বললাম যারা সবকিছুতেই খুঁত ধরেন বা ট্রল করেন।’

অর্জুন এদিন এও জানান, তার পদবি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়েও নানা সমালোচনা শুনতে হয়েছে। তিনি বলেন, ‘অনেকেই ভাবতেন আমি কাজ করতে ভালোবাসি না। আমার উন্নতি করার কোনও ইচ্ছে নেই। আমার অভিনেতা হওয়ার যোগ্যতা নেই। এরপর শারীরিকভাবেও আমাকে অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে অসুস্থতার কারণে। তখনও অনেকেই না জেনে নানা কথা বলেছেন।’

বিগত কয়েক বছর ধরে বেশ চাপের মধ্যেই ছিলেন অর্জুন কাপুর। ২০২১ সালে মুক্তি পাওয়া তার ‘সর্দার কা গ্র্যান্ডসন বা ভূত পুলিশ’, ২০২২ সালের ‘এক ভিলেন রিটার্নস’, ‘কুত্তে’ ইত্যাদি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তবে এই বছর ‘সিংহাম অ্যাগেইন’ ছবিটিতে তিনি স্বমহিমায় দাপট দেখিয়ে ফিরে এলেন। রোহিত শেট্টি পরিচালিত ছবিটি এই বছর দীপাবলিতে মুক্তি পেয়েছে।

শেয়ার করুন