ছিঃ! ছিঃ! ধিক্কার!

মোহাম্মদ সজিবুল হুদা ভূঁইয়া

আমি বলছি সে রাষ্ট্রের কথা, ইতিহাস বলে হবে না শেষ
চব্বিশ বছরের শত সংগ্রাম আর ৯ মাসের সশস্ত্র যুদ্ধে
যে রাষ্ট্রের মানুষ পায় মুক্ত ভূখণ্ড, নাম তার বাংলাদেশ।

আমি জন্মেছি সে দেশে, যাকে আজ আঁকড়েছে পুরনো শকুন
যাকে পেতে অকাতরে রক্ত ঢেলেছিল ত্রিশ লক্ষ মানুষ,
সম্ভ্রম হারিয়েছে তিন লক্ষাধিক মা-স্ত্রী-প্রেমিকা-বোন।

আমি জন্মেছি সে দেশে, যাকে আজ আঁকড়েছে পুরনো শকুন
যাকে পেতে প্রতিটি গৃহ হয়েছিল অপ্রতিরোধ্য দুর্গ,
অস্ত্র হাতে শত্রুর ওপর ঝাপিয়েছিল লাখো সাহসী তরুণ।

আমি জন্মেছি সে দেশে, যাকে আজ আঁকড়েছে পুরনো শকুন
যাকে পেতে বছরের পর বছর জেল খেটেছে শেখ মুজিব,
করেনি আপস, মুক্তির জন্য জ্বালিয়েছিল দ্রোহের আগুন।

আমি জন্মেছি সে দেশে, যাকে আজ হত্যায় মত্ত সর্বগ্রাসী অসুর
জয় বাংলা, শেখ মুজিব ও মুক্তিযুদ্ধে তাদের ভীষণ এলার্জি,
মেটিকুলাস ডিজাইনে সর্বত্র চলছে আজ মিথ্যা-কারসাজি!

আমি জন্মেছি সে দেশে, যাকে আজ আঁকড়েছে পুরনো শকুন
যে দেশে শত শত মায়ের ক্রন্দনে আকাশ-বাতাস হচ্ছে ভারী
নব্য রাজাকার জালিমের খড়গে নিত্য হচ্ছে নিষ্পাপ প্রাণ খুন,
শুনি শত শত জায়ার বুকফাটা আর্তনাদ, স্বজনের আহাজারি।

একাত্তরের বীর মুক্তিযোদ্ধার গলায় উঠছে আজ জুতার মালা
রাজাকার, দেশদ্রোহীদের হাতে দেখছি শত শত ফুলের ডালা!
চব্বিশের বাংলাদেশে যেন ফিরল পলাশী, ধানমন্ডি আবার
ধিক্কার! তাই শত ধিক্কার! মীর জাফরদের ছিঃ! ছিঃ! ধিক্কার!

তারিখ: ২৩/১২/২০২৪

শেয়ার করুন