পঞ্চগড়ে ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত

মত ও পথ ডেস্ক

শীতে বিপর্যস্ত জনজীবন
ফাইল ছবি

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। কনকনে হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সব থেকে বেশি অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বয়স্করা।

আজ সোমবার ভোর ৬টায় এই জেলায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সকাল ৯টায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, আজ ভোর ৬টায় ১১ দশমিক ৫ ডিগ্র্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সকাল ৯টায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশে এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা বেশি বাতাসের এতে আদ্রতা ৯১ শতাংশ।

আজ সকালে কনকনে শীতে কাঁপতে শুরু করেছে হিমপ্রবণ উপজেলা তেঁতুলিয়ার মানুষজন। শীতকে উপেক্ষা করেই দরিদ্র শ্রেণির মানুষগুলো ছুটছেন কাজের উদ্দেশ্যে। ভোরে বিভিন্ন স্থানে দেখা যায়, সূর্য ডুবতেই শুরু হয় কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা। এতে বাইক চালানো খুবই কষ্টকর। ঘন কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও অনুভূত হচ্ছে কনকনে শীত।

শেয়ার করুন