কুমিল্লার চৌদ্দগ্রামে খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু(বীরপ্রতীক)-কে লাঞ্ছিত করে গলায় জুতার মালা পরিয়ে এলাকাছাড়া করেছে একদল জামায়াত সমর্থক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
লাঞ্ছিত মুক্তিযোদ্ধা উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তার বয়স ৭৮ বছর।
১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে সর্বত্র নিন্দার ঝড় ওঠে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে রাতেই থানা পুলিশ অভিযানে নামে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বলেন, রোববার দুপুরে উপজেলার পাতড্ডা বাজার থেকে তুলে নিয়ে যায় কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। জুতার মালা দেওয়ার আগে তারা আমাকে নির্যাতন করেছে। তারা আমার সারা শরীরে পা দিয়ে আঘাত করে, কিল-ঘুষি মারে। তারা ১৫০ টাকা স্ট্যাম্প দিয়ে আমাকে বলে তুই এখানে স্বাক্ষর কর, তুই মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, তুই কোনো দিন এলাকায় আসতে পারবি না। বিকেল ৫টার আগে বাড়ি থেকে না গেলে তোদের বাপ-ছেলের শরীরে হাড়-মাংস থাকবে না। রোববার বিকেল ৫টার আগেই এলাকা ছেড়ে ফেনীতে হাসপাতালে ভর্তি হয়েছি, কিছুটা সুস্থ হয়ে বিকেলে ফেনী ছেলের বাসায় এলাম।
তিনি আরও বলেন, তারা আমাকে যে নির্যাতন করেছে তাতে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। আমি প্রতিবাদ করে বলেছি জীবন চলে গেলেও পরিচয় দেব আমি মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধ করেছি। আমি স্বাক্ষর দেব না। উপদেষ্টামণ্ডলীর কাছে আমার দাবি মুক্তিযোদ্ধা হিসেবে, আমার গলায় জুতার মালা দেওয়া মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় মালা দেওয়া সমান কথা। আমি এই অপমানের বিচার চাই। আমাকে নিরাপত্তা দিলে আমি বাড়ি ফিরে যেতে চাই। স্বাভাবিক জীবন যাপন করতে চাই।