দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এ ছাড়া অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই।
মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের লোকজনের বিএনপিতে যোগদানের বিষয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী সন্ত্রাসী, যারা নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে তাদের আশ্রয় বিএনপিতে নেই।
এ সময় তিনি বলেন, শীতের মৌসুমে দুস্থদের জন্য সরকার কোনো শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেনি। তাই আমরা নিজেরই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু প্রমুখ।