কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে পাঁচশোরও বেশি ঘর।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে এই অগ্নিকাণ্ড ঘটে।
দুপুরে উখিয়ার লম্বাশিয়া-১ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের একটি বসতঘরে হঠাৎ আগুন লেগে যায়। এরপর আগুন ক্যাম্পটির আশপাশের বসতঘর-সহ অন্য স্থাপনায় দ্রুত ছড়িয়ে পড়ে।
বিকেল পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ধারণা করছে, রান্না করার সময় চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
কক্সবাজারের উখিয়া থানার ওসি আরিফ হোসাইন বলেন, আগুনে মারা যাওয়া দুই জনের মধ্যে এক জন সাত বছরের শিশু, আরেক জন প্রাপ্তবয়স্ক পুরুষ।
ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন বলেও জানিয়েছে পুলিশ।