নিত্যপণ্যের বাজারে মিলছে না স্বস্তি। রাজধানীর বাজারে বেড়েছে চাল ও মুরগির দাম। সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৭ থেকে ৮ টাকা। তবে, স্বস্তি ফিরতে শুরু করেছে শীতকালীন সবজিতে। সব ধরনের সবজির দাম কেজিতে কমেছে ৫ থেকে ১০ টাকা।
নতুন ধান উঠলেও বাজারে কমেনি চালের দাম। রাজধানীর খুচরা বাজারে চালের দাম কেজিতে বেড়েছে ৭ থেকে ৮ টাকা। মোটা চাল কেজিতে কিনতে গুনতে হচ্ছে ৫২ টাকা। মিনিকেট প্রকারভেদে বিক্রি হচ্ছে ৭৪ থেকে ৭৮ টাকা কেজি। আর নাজিরশাইল মিলছে ৮০ থেকে ৯২ টাকায়।
বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে; আর সোনালি মুরগি ৩৪০ টাকায়।
বাজারে আসা এক ক্রেতা বলেন, আগে আমরা ১৯০০ টাকার মধ্যে চালের বস্তা নিয়েছিলাম। আজকের বাজারে উনারা বলতেছে দাম বেড়ে গেছে।
এক বিক্রেতা বলেন, ধানের দাম কেন বেড়ে গেছে উনারা ভালো বলতে পারবেন। এখন উনাদের ছাড়া চাল আনার তো বিকল্প কোনো পথও নেই।
অপর এক ক্রেতা বলেন, যে চাল আগে ৬০ টাকা কিনতাম সে চাল হয়েছে ৭৫ টাকা কেজি।
আরেক বিক্রতা বলেন, চালের কোম্পানি ও মিলাররা মিলে সিন্ডিকেট করে এ দামটা বাড়িয়েছে।
তবে, স্বস্তি ফিরছে শীতকালীন সবজির দামে। গত সপ্তাহের তুলনায় কমেছে শিম, মুলা, বেগুন, টমেটোসহ বেশিরভাগ সবজির দাম।
এক মুরগি বিক্রেতা বলেন, যে হিসাবে মুরগির চাহিদা সে হিসাবে মুরগির উৎপাদন কম। তারপরে পিকনিক ও বিয়ের জন্য মুরগির চাহিদা একটু বেশি। এ জন্য মুরগির দামটা একটু বেশি।
বাজারে আসা এক ক্রেতা বলেন, বাজারে আসলে কোনো নিয়ন্ত্রণ নেই। গত সপ্তাহে যে দামে কিনেছি তার থেকে এ সপ্তাহে দাম অনেক বেশি। বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে। আর ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা দামে।