বসুন্ধরা সিটির সামনে ফুটপাতের দোকানে সন্ত্রাসী হামলা, ককটেল-পেট্রলবোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটি শপিং সেন্টারের সামনের ফুটপাতের অস্থায়ী দোকানে সন্ত্রাসী হামলা হয়েছে।

২৫ ডিসেম্বর (বুধবার) রাত সোয়া নয়টার দিকে ১০–১২ জন ব্যক্তি এসে ফুটপাতের অস্থায়ী দোকানগুলো লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ফুটপাতের ব্যবসায়ী আনোয়ার বলেন, বসুন্ধরা সিটি থেকে সার্ক ফোয়ারার দিকে আসার পথের ফুটপাতের দোকানগুলোতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। মূলত চাঁদা না পেয়ে তাঁরা এই হামলা করেছে। পেট্রলবোমা নিক্ষেপের কারণে কোনো দোকানে আগুনও লেগেছে। কয়েকটি চায়ের দোকানে ভাঙচুর চালানো হয়েছে।

আনোয়ার বলেন, ১৫–২০ দিন আগে কিছু লোক এসে চাঁদা দাবি করেছিলেন। তাঁদের একজন মালয়েশিয়ার একটি নম্বর দিয়ে বলেছিলেন, কোনো সমস্যা হলে ওই নম্বরে ফোন করে জানাতে। পরে তাঁরা চাঁদা দাবি করেন। তবে ফুটপাতের ব্যবসায়ীরা চাঁদা দেননি। এর জেরেই এই হামালার ঘটনা ঘটতে পারে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তারা বিষয়টি তদন্ত করছে। আইন-শৃঙ্খলা বাহিনী হামলাকারীদের শনাক্ত করতে চেষ্টা চালাচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন