জামালপুরের ইসলামপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে সেতাব আলী (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এর আগে ওই এলাকা থেকে অভিযান চালিয়ে ডাকাত দলের দুই সদস্যকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেতাব আলীর স্বজনদের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
আটককৃত দুই ডাকাত দলের সদস্যরা হলেন- ইসমাইল (৩২),সুরমান (৪৫)। তাদের বাড়ি ওই ইউনিয়নের জিগাতলা এলাকায়। অভিযানের সময় তাদের কাছে থেকে একটি ওয়ান শুটার ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উপজেলার কুলকান্দি ইউনিয়নে একটি দল দীর্ঘ দিন ধরে নদী ও দুর্গম চরে ডাকাতি করছে এমন অভিযোগ এলাকাবাসীর।
জামালপুর ও গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ করে তারা। এমন অভিযোগে বৃহস্পতিবার রাতে কুলকান্দি ইউনিয়নে জিগাতলা এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে, এ সময় ডাকাতদলের সদস্যরা পালিয়ে যাওয়ারর চেষ্টা করলে দুইজনকে আটক করে পুলিশ। পরে পুলিশ চলে আসলে স্থানীয়রা সেতাব আলীকে ডাকাত সন্দেহে গণপিটুনি দেন। এ খবর পেয়ে পুলিশ আবার ঘটনাস্থলে গিয়ে সেতাব আলীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথে মৃত্যু হয় তার।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ডাকাত সন্দেহে সেতাব আলী নামে একজনকে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক সেতাব আলীকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।