সচিবালয়ে প্রবেশে অস্থায়ী পাসের আবেদনের জন্য বিশেষ সেল গঠন

নিজস্ব প্রতিবেদক

সচিবালয়
ফাইল ছবি

বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী পাসের আবেদন গ্রহণ করতে বিশেষজ্ঞ সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এই সেলের দায়িত্ব দেওয়া হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে প্রশাসন-৩ শাখায় সংযুক্ত সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম ও সচিবালয়ে নিরাপত্তা শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মৃত্যুঞ্জয় বাড়ৈকে।

অফিস আদেশ আরও জানানো হয়, বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী প্রবেশ পাসের আবেদন গ্রহণ করতে ঢাকা মেট্রো পলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারে ‘অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর স্বাক্ষরতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যু করা প্রবেশ পাস ছাড়া সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডসহ বেসরকারি ব্যক্তিদের জন্য সব ধরনের অস্থায়ী ‘প্রবেশ পাস’ বাতিলের কথা জানানো হয়। এরপরই নানা মহলে এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

শেয়ার করুন