মেলবোর্নে দুর্দান্ত মাইলফলক ছুঁয়ে জাসপ্রিত বুমরাহর বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক

মেলবোর্নে ভারতের টেস্ট ইতিহাসে বলের হিসেবে দ্রুততম ২০০ উইকেট শিকারের রেকর্ড করেছেন জাসপ্রিত বুমরাহ। মোহাম্মদ শামিকে পেছনে ফেলে এই রেকর্ড গড়েন বর্তমান ভারতের বোলিং ইউনিটকে নেতৃত্ব দেওয়া এই পেসার। বিশ্ব ক্রিকেটে বলের হিসেবে চতুর্থ দ্রুততম বোলার হিসেবে এই কীর্তি বুমরাহর।

উইকেটের ডাবল সেঞ্চুরি করতে ৮ হাজার ৪৮৪টি বৈধ বল করতে হয়েছে বুমরাহকে। এর আগে ৯ হাজার ৮৯৬টি বৈধ ডেলিভারিতে ভারতের হয়ে দ্রুততম এই মাইলফলক স্পর্শ করার রেকর্ডটি নিজের করে রেখেছিলেন শামি।

বিশ্ব ক্রিকেটে বলের হিসেবে দ্রুততম ২০০ উইকেট শিকারে বুমরাহের আগে আছেন পাকিস্তানের পেসার ওয়াকার ইউনিস (৭৭২৫ বলে), দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন (৭৮৪৮ বলে) ও আরেক দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা (৮১৫৪ বলে)।

দুর্দান্ত মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ডও করেছেন বুমরাহ। টেস্ট ইতিহাসের সর্বনিম্ন গড়ে ২০০ উইকেট শিকার করেছেন তিনি। বোলিং গড় ২০ এর কম (১৯.৫৬) রেখে ২০০ উইকেট শিকার করা একমাত্র বোলার এখন বুমরাহ।

এর আগে সর্বনিম্ন ২০.৯৪ গড়ে বোলিং করে ২০০ উইকেট শিকারের রেকর্ড করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বোলার ম্যালকম মার্শাল। এই তালিকায় থাকা পরের দুজনও ক্যারিবিয়ান; জোয়েল গার্নার (২০.৯৭) ও কার্টলি এমব্রুস (২০.৯৯)।

বোর্ডার-গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনে টেস্ট ক্যারিয়ারের ২০০ উইকেট পূর্ণ করেন বুমরাহ। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ট্রাভিস হেডকে ১ রানে থাকতে আউট করে মাইলফলক স্পর্শ করেন ভারতীয় ডানহাতি পেসার। এই ইনিংসে এটি ছিল বুমরাহর দ্বিতীয় উইকেট।

হেডকে আউট করার পর টানা পরের দুই ওভারে মিচেল মার্শ ও অ্যালেক্স কেরেকেও সাজঘরের পথ দেখান বুমরাহ। দিনের দ্বিতীয় সেশনে মোহাম্মদ সিরাজ আর বুমরাহর তোপে ১১ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এতে জমে ওঠেছে মেলবোর্ন টেস্ট।

শেয়ার করুন