ঢাকার ধামরাইয়ে শিশুর গলায় অস্ত্র ধরে হত্যার ভয় দেখিয়ে মাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার রাতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার বড় চন্দ্রাইল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করা হয়। সে মৃত আফসার মিস্ত্রির ছেলে। গতকাল সোমবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। গত শনিবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
ভুক্তভোগীর বরাত দিয়ে ধামরাই থানার এসআই আব্দুর রহমান বলেন, এক ব্যক্তি একটি বাড়িতে ভাড়া থেকে আশুলিয়ায় পোশাক কারখানায় চাকরি করেন। তাঁর এক বছরের শিশু ও স্ত্রীকে বাসায় রেখে শনিবার রাতের শিফটে কাজে যান। এ সুযোগে সাইফুল ওই বাড়ির টিন কেটে ঘরের ভেতরে ঢোকে। এর পর এক বছরের শিশু সন্তানের গলায় ধারালো অস্ত্র ধরে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সাইফুল পালিয়ে যায়। পরদিন গৃহবধূর স্বামী ধামরাই থানায় অভিযোগ দিলে রোববার রাতে পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করে।
ধামরাই থানার এসআই আব্দুর রহমান বলেন, গ্রেপ্তার সাইফুল ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।