কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, বেড়েছে শীতের তীব্রতা

মত ও পথ ডেস্ক

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী। সংগৃহীত ছবি

রাজধানীতে জেঁকে বসেছে শীতের তীব্রতা। কুয়াশায় ঢাকা ভোরে রাজধানীর সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। বৃহস্পতিবার সকালে টঙ্গী, উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেতসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এমন দৃশ্য দেখা যায়।

খিলক্ষেত এলাকার কামাল নামের এক সবজি ব্যবসায়ী বলেন, আজ ঢাকায় শীতের তীব্রতা অনেক। এ বছর এমন শীত ঢাকায় পড়েনি।

গাজীপুর থেকে আসা মতিঝিলগামী এক বাসচালক বলেন, আজ অনেক কুয়াশা পড়েছে। ভোরে ঘন কুয়াশার কারণে দশ হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না। গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছিল। অধিকাংশ গাড়ি এখনও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

আজ সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রায় শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

এর আগে, আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে (দিনের বেলায়) শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে বলে জানানো হয়েছে। এই একই কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এখন যে কুয়াশা দেখা যাচ্ছে, তাকে আবহাওয়াবিদরা বলেন, ‘অ্যাডভেকশন ফগ’ বা পরিচালন কুয়াশা। পরিচালন কুয়াশা মানে হলো এটি এক জায়গায় থাকে না। এখন যে কুয়াশা দেখা যাচ্ছে, এটি ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মূলত উত্তরাঞ্চল দিয়ে।

গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন