ধীরগতির ব্যাটিং করেও ভারত ১৮৫ রানে অলআউট

মত ও পথ ডেস্ক

অস্ট্রেলিয়া-ভারত টেস্ট ক্রিকেট। সংগৃহীত ছবি

লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় ২৫ ওভারে ৩ উইকেটে ৫৭, চা-বিরতির সময় ভারতের সংগ্রহ ৫০ ওভারে ৪ উইকেটে ১০৭ রান। আধুনিক ক্রিকেটে টেস্টে এমন ধীরগতির ব্যাটিং সচরাচর দেখা যায় না।

তবে সিরিজ বাঁচানোর সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বোলারদের তোপ সামলাতে এমন আদিম যুগের ব্যাটিংই করলো ভারত। তারপরও অবশ্য স্কোরবোর্ডটা বড় করতে পারেনি। স্কট বোল্যান্ড-মিচেল স্টার্কদের আগুনে বোলিংয়ে ৭২.২ ওভার খেলে ১৮৫ রানে অলআউট হয়েছে জাসপ্রিত বুমরাহর দল।

টস জিতে ব্যাটিং বেছে নেওয়াই যেন কাল হয়েছে ভারতের। শুরু থেকেই অসি পেসাররা চেপে ধরে সফরকারীদের। ভারতের কোনো ব্যাটার ফিফটিও করতে পারেননি।

১৭ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (১০) আর লোকেশ রাহুল (৪)। শুভমান গিলও ২০ রানের বেশি করতে পারেননি। প্রথম বলেই জীবন পাওয়া কোহলি ৬৯ বল খেলে করেন ১৭ রান।

মাঝে রিশাভ পান্ত আর রবীন্দ্র জাদেজা যা একটু প্রতিরোধ গড়েছিলেন। তবে তারাও কচ্ছপ গতিতে ব্যাটিং করেছেন। পান্ত ৪০ রান করেন ৯৮ বলে। আর জাদেজা ২৬ রানের ইনিংসে বল খেলেন ৯৫টি।

আদিম যুগের ব্যাটিং করেও অবশ্য সুবিধা করতে পারেনি ভারত। ১৩৪ রানে তারা হারায় ৭টি উইকেট। শেষদিকে জাসপ্রিত বুমরাহ ১৭ বলে ২২ রানের ইনিংস খেলে ভারতকে ১৮৫ পর্যন্ত নিয়ে যান।

অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড ৪টি, মিচেল স্টার্ক ৩টি আর প্যাট কামিন্স নেন ২টি উইকেট।

শেয়ার করুন