লাল কার্ড, পেনাল্টি মিসের ম্যাচে রিয়ালের অবিশ্বাস্য জয়

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

প্রতিপক্ষের মাঠে খেলতে নামা সবসময়ই চ্যালেঞ্জিং। তার ওপর শুরুতেই গোল হজম এবং পরে দলের একজন খেলোয়াড় লাল কার্ড দেখে বসলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এমন প্রতিকূল অবস্থার মধ্যেই ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদ পেয়েছে অবিশ্বাস্য এক জয়। ভিনিসিয়াস জুনিয়রের লাল কার্ড এবং জুড বেলিংহামের পেনাল্টি মিসের পরও লুকা মডরিচ ও বেলিংহামের গোলে ২-১ ব্যবধানে জয় পায় দলটি। এই জয়ের সুবাদে লা লিগার শীর্ষে উঠেছে রিয়াল।

গত অক্টোবরে ভ্যালেন্সিয়ায় বন্যার কারণে স্থগিত হওয়া এই ম্যাচটি গত রাতে মেস্তায়ায় অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য রিয়াল মাদ্রিদ প্রায় ১০ লাখ ইউরো অনুদান দিয়েছিল। সে জন্য ম্যাচের আগে রিয়াল অধিনায়ক লুকাস ভাসকেজের হাতে সম্মাননা স্মারক তুলে দেয় ভ্যালেন্সিয়া।

ম্যাচের শুরু থেকে স্বাগতিক ভ্যালেন্সিয়ার সামনে কিছুটা খাবি খেতে থাকে রিয়াল। ২৭ মিনিটে হুগো দুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। বিরতির আগে রিয়াল সেই গোল শোধ করতে পারেনি।

বিরতির পর রিয়াল একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। একটি পেনাল্টি পেয়েছিল দলটি, তবে জুড বেলিংহামের শট বারপোস্টে লেগে ফিরে আসে। কিছুক্ষণ পর বেলিংহামের আরেকটি গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়।

৭৯ মিনিটে ভিনি লাল কার্ড দেখলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। প্রতিপক্ষ বক্সে ফাউলের শিকার হয়ে উঠে দাঁড়িয়ে ভ্যালেন্সিয়া গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কিকে ধাক্কা দিলে ভিএআরের সাহায্যে রেফারি তাকে লাল কার্ড দেখান। ১০ জনের দলে পরিণত হয় রিয়াল।

তবে এখানেই নাটকের শেষ নয়। ম্যাচের ৮৫ মিনিটে লুকা মডরিচ গোল করে রিয়ালকে সমতায় ফেরান। যোগ করা অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের দুর্দান্ত এক গোলে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ ৪৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছে তারা। রিয়ালের সমান সংখ্যক ম্যাচ খেলা বার্সেলোনা তাদের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে।

শেয়ার করুন