পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

মত ও পথ ডেস্ক

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ। সংগৃহীত ছবি

কেপটাউনে অনেক চেষ্টা করেও টেস্ট বাঁচাতে পারলো না পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যেতে হলো ১০ উইকেটের বিশাল ব্যবধানে। জয়ের জন্য মাত্র ৫৮ রানের লক্ষ্য পেয়েছিলো প্রোটিয়ারা। ডেভিড বেডিংহ্যাম ও এইডেন মারক্রাম মিলে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়।

প্রথম ইনিংসেই বিশাল ব্যবধানে পিছিয়ে পড়েছিলো পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার করা ৬১৫ রানের বিশাল স্কোরের পরিবর্তে পাকিস্তান অলআউট হয়ে যায় ১৯৪ রানে। দ্বিতীয় ইনিংসে ৪৭৮ রান সংগ্রহ করে শান মাসুদের দল।

ফলে মাত্র ৫৭ রানের লিড দাঁড়ায় পাকিস্তানিদের। যা ডেভিড বেডিংহ্যাম ৩০ বলে ৪৭ এবং এইডেন মারক্রাম ১৩ বলে ১৪ রান করে পাড়ি দেন মাত্র ৭.১ ওভারে। এই জয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকা জিতলো ২-০ ব্যবধানে।

প্রথম ইনিংসেই ৪২১ রান পিছিয়ে পড়ে বাবর আজমরা। যার ফলে ফলোঅন করানো হয় পাকিস্তানকে। ৪২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে করতে নেমেই ঘুরে দাঁড়ায় পাকিস্তানিরা। অধিনায়ক শান মাসুদ এবং বাবর আজম মিলে গড়ে তোলেন ২০৫ রানের বিশাল জুটি।

বাবর আজম ৮১ রান করে আউট হয়ে গেলেও সেঞ্চুরি করেন শান মাসুদ। ১৪৫ রানে আউট হন তিনি। ২৫১ বলে ১৭ বাউন্ডারিতে এই রান করেন তিনি। খুররাম শেহজাদ করেন ১৮ রান। ৪২ বলে ২৮ রান করেন কামরান গুলাম। ৫১ বলে ২৩ রান করেন সউদ শাকিল।

মোহাম্মদ রিজওয়ান করেন ৭৫ বলে ৪১ রান। সালমান আগা ৪৮ রানে, আমির জামাল ৩৪ রানে আউট হন। মির হামজা করেন ১৬ রান। তিনি আউট হওয়ার পরই শেষ হয় পাকিস্তানের প্রতিরোধ।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন কাগিসো রাবাদা, ২ উইকেট নেন মার্কো ইয়ানসেন, ৩ উইকেট নেন কেশভ মাহারাজ, ১ উইকেট নেন কিউয়েনা মাপাকা।

শেয়ার করুন