গাজীপুরে নারীর হাত-পা বেঁধে নির্যাতন, স্পর্শকাতর স্থানে মরিচের গুঁড়া

গাজীপুর প্রতিনিধি

রাস্তা থেকে টেনেহিঁচড়ে এক নারীকে প্রতিবেশীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে মারধর করে ফেলে রাখা হয় তাঁকে। পরে হাত-পা বেঁধে শরীরের স্পর্শকাতর স্থানে ঢেলে দেওয়া হয় মরিচের গুঁড়া। এভাবে নির্যাতনের কারণে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকেন ওই নারী। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ গলদাপাড়া এলাকায় গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। অমানবিক নির্যাতনের শিকার ওই নারীর স্বামী গতকাল মঙ্গলবার শ্রীপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে ওই নারীর স্বামী জানান, তাঁর স্ত্রীর বোন ও কয়েকজন প্রতিবেশীর সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে তাঁর স্ত্রীকে চরম নির্যাতন করে প্রতিপক্ষরা।

নির্যাতনের শিকার ওই নারী বলেন, তিনি বাসায় ফিরছিলেন। এ সময় রাস্তা থেকে তাঁকে টেনেহিঁচড়ে প্রতিবেশী এক নারীর বাড়িতে নিয়ে বেদম পেটানো হয়। পরে তাঁর ওড়না দিয়েই হাত-পা বেঁধে শরীরের স্পর্শকাতর স্থানে মরিচ গুঁড়া দেয় তারা। তখন মনে হচ্ছিল এই বুঝি তিনি মরে যাচ্ছেন। এরপর আর কিছু মনে নেই তাঁর।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পাওয়ার পরপরই ওই নারীকে দেখার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন