ব্রিকস জোটের পূর্ণ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ইন্দোনেশিয়া। সোমবার ব্রাজিল সরকার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। জোটের সদস্য দেশগুলো সর্বসম্মতভাবে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্তি অনুমোদন করেছে।
বিশ্বের চতুর্থ সর্বাধিক জনসংখ্যার দেশটি দীর্ঘদিন ধরেই এই জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিল। ২০২৩ সালে জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে সম্প্রসারণের প্রাথমিক অনুমোদন হয়। ইন্দোনেশিয়ার আবেদন তখনই গৃহীত হয়। তবে দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমান সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে– রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল। সম্প্রতি মিসর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতও এই জোটের অংশ হয়েছে। রয়টার্স।