তেজগাঁও স্ট্যান্ডে আগুনে পুড়ল পাঁচ ট্রাক

নিজস্ব প্রতিবেদক

ঢাকার তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে আগুন লেগে কয়েকটি গাড়ি মেরামত কারখানা এবং ৫টি যানবাহন পুড়ে গেছে।

আজ রোববার সকাল ৮টার দিকে ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে তাদের দুটি ইউনিট এবং পরে আরো একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বেলা ৯টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

এর মধ্যেই ট্রাক স্ট্যান্ডের ১২টি ওয়ার্কশপ, এছাড়া দুটি গাড়ির সামনের অংশ এবং তিনটি গাড়ির পেছনের অংশ আগুনে পুড়ে যায় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নাজিম উদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

‘আমরা দেখেছি সেখানে ইলেকট্রিক তার পুড়ে গলে গেছে। এ কারণে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে আমরা ধারণা করছি। একটা কাঁচা ঘরে আগুন লেগেছে। এখানকার ঘরগুলো নানা দাহ্যবস্তু দিয়ে ভরপুর। একটার সঙ্গে আরেকটা ঘর লাগানো থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে।’

শেয়ার করুন