চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসরের সিলেট পর্বের শেষ দিনে সিলেটস্ট্রাইকার্সকে হারিয়ে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে বন্দরনগরীর দল চিটাগং কিংস।
আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠায় সিলেট স্ট্রাইকার্স। ব্যাটিংয়ে নেমে উসমান খান এবং গ্রাহাম ক্লার্কের ঝড়ো হাফ সেঞ্চুরির পর মোহাম্মদ মিঠুনের ক্যামিও এবং হায়দার আলীর ফিনিশিংয়ে সিলেট ক্যাপিটালসের বিপক্ষে ছয় উইকেটে ২০৩ রান করে চিটাগাং কিংস। জবাবে জর্জ মুন্সির আগ্রাসী হাফ সেঞ্চুরি এবং জাকের আলী অনিকের ২৩ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংসের পরও ৩০ রানে হেরেছে সিলেট স্ট্রাইকার্স।
সিলেটের হয়ে আজ ওপেনিংয়ে নামেন পল স্টার্লিং ও রনি তালুকদার। তবে ইনিংসের দ্বিতীয় বলেই পল স্টার্লিংয়ের বিদায়ে এক রানেই ভেঙে যায় এই জুটি।
পল স্টার্লিংয়ের বিদায়ের বিদায়ের পর জুটি গড়েন জাকির হাসান ও রনি তালুকদার। এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করে সিলেট। তবে বেশিদূর এগোনোর আগেই এই জুটিকে থামান আলিস ইসলাম।
আলিস ইসলামের বলে শরিফুল ইসলামের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান জাকির হাসান। আউট হওয়ার আগে করেন ১৯ বলে ২৫ রান। তার বিদায়ে ভাঙে ৩৫ রানের জুটি।
জাকির হাসানের বিদায়ের পর সাজঘরে ফিরে যান রনি তালুকদারও। ৯ বলে মাত্র ৭ রান করে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের শিকার হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে মাত্র ৪২ রানেই ৩ উইকেট হারিয়ে বসে সিলেট।
৪২ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন অ্যারন জোন্স ও জর্জ মুন্সি। তবে তারাও আজ ব্যর্থ হন নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে। দলীয় ৬৪ রানে অ্যারন জোন্সের বিদায়ে মাত্র ২২ রানেই ভেঙে যায় এই জুটি।
অ্যারন জোন্সের বিদায়ের পর জাকের আলী অনিককে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন জর্জ মুন্সি। চিটাগংয়ের বিপক্ষে আজ তিনি ৩৬ বলে তুলে নেন অর্ধশতক।
অর্ধশতক তুলে নেওয়ার পর আর বেশি সময় ক্রিজে থাকতে পারেননি তিনি। ৩৭ বলে ৫২ রান করে খালেদ আহমেদের বলে উসমান খানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান জর্জ মুন্সি। তার বিদায়ে ৬২ রানের জুটি।
জর্জ মুন্সির বিদায়ের পর ক্রিজে আসেন আরিফুল হক। তবে আজ ব্যাট হাতে ভালো খেলতে পারেননি তিনি। ৭ বলে ১২ রান করেই সাজঘরে ফিরে যান তিনি।
শেষ দিকে জাকের আলী অনিকের ২৩ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত সিলেট ১৭৩ রানে থামলে ৩০ রানের জয় পায় চিটাগং। চলতি আসরে এটি তাদের তৃতীয় জয়।