জাপানকে টপকে ২০১০ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয় চীন। তার আগে ৪০ বছরে ধরে এই মুকুট ধরে রেখে ছিল জাপান। চীনের পর ফের একটি অর্থনৈতিক উত্থান দেখতে যাচ্ছে বিশ্ব।
মনে করা হচ্ছে ২০২৫ সালের মধ্যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে যাচ্ছে ভারত। এই সময়ে বিশ্বে ভারতের অবস্থান হতে যাচ্ছে চতুর্থ। অর্থাৎ এক্ষেত্রে যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির পরে থাকবে দেশটি।
ভারতের জনসংখ্যা এরই মধ্যে চীনকে ছাড়িয়ে গেছে। আগামী কয়েক বছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে উল্লেখযোগ্য গতিতে।
ভারতের নেতারা দেশটির জিডিপিকে পাঁচ ট্রিলিয়ন ডলারে নিয়ে যেতে চায় ২০২৮ সালের মধ্যে। পাশাপাশি পণ্য ও সার্ভিস রপ্তানিকে ২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে চায়।
ভূ-রাজনৈতিক উত্তেজনা থেকে সুবিধা নিতে চায় ভারত। বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে তাতে উৎপাদনকারীরা এখন ভারতমুখী হচ্ছে। ২০২৫ সালের শেষ নাগাদ ভারতে এক-পঞ্চমাংশের বেশি আইফোন তৈরি করবে অ্যাপল।
এখন প্রশ্ন হচ্ছে ভারত ‘চায়না শকের’ মতো পরিস্থিতির তৈরি করবে কি না। উত্তর হলো না। এর কারণ হলো উন্নয়নের মাত্রা ও ধরন।
চীন যখন জাপানকে টপকে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয় তখন বিশ্ব জিডিপিতে জাপানের ৮ শতাংশ অবদান ছিল। এখন ভারত যখন টপকাবে তখন বিশ্ব জিডিপিতে জাপানের অবদান থাকবে ৪ শতাংশ।
সার্ভিস রপ্তানিতে ভালো অবস্থানে রয়েছে ভারত। ২০৩০ সালের মধ্যে এক্ষেত্রে বিশ্বে ভারতের অবদান দাঁড়াতে পারে ৬ শতাংশ।
সূত্র: দ্য ইকোনমিস্ট