তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সমন্বয়কসহ ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলকে পিটিয়ে হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফজলুল হক মুসলিম হল শাখায় সমন্বয়কসহ ২১ শিক্ষার্থীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে শাহবাগ থানা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান এ অভিযোগপত্র দাখিল করেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. জিন্নাহ এ তথ্য জানিয়েছেন।

অভিযোগপত্রে উল্লেখিত আসামিরা হলেন- ফজলুল হক হল শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মো. মোত্তাকিন সাকিন, ভূগোল বিভাগের আল হোসেন সাজ্জাদ, ওই হলের আবাসিক শিক্ষার্থী আহসান উল্লাহ, ওয়াজিবুল আলম, ফিরোজ কবির, আব্দুস সামাদ, শাকিব রায়হান, ইয়াসিন আলী, ইয়ামুজ্জামান ইয়াম, ফজলে রাব্বি, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান, রাতুল হাসান, সুলতান মিয়া, নাসির উদ্দিন, মোবাশ্বের বিল্লাহ, শিশির আহমেদ, মহসিন উদ্দিন ও আব্দুল্লাহহিল ক্বাফি।

এদের মধ্যে প্রথম ছয়জন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বাকি ১৫ জন পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করা হয়েছে।

শেয়ার করুন