এনসিটিবির সামনে ‘বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ওপর স্টুডেন্টস ফর সভেরিনটির হামলা ও দোয়েল চত্বরে ছাত্র-জনতার ওপর পুলিশি হামলায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।
বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থী ও জনতার প্রতিনিধিরা ডিএমপি কমিশনারের কার্যালয়ে প্রবেশ করেন। তারা বর্বর হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
ছাত্র-জনতার ৩ দফা দাবির মধ্যে রয়েছে…
১. পাঠ্যপুস্তক থেকে সরানো আদিবাসী গ্রাফিতি পুনরায় বহাল করতে হবে।
২. ১৫ তারিখ এনসিটিবির সামনে হামলায় স্টুডেন্টস ফর সভেরিনিটির সদস্যদের গ্রেফতার ও ১৬ তারিখে দোয়েল চত্বরে পুলিশের হামলায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।
৩. ১৫ ও ১৬ তারিখের ঘটনার ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে।
এদিকে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে পাহাড়ি ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আটক দুজনসহ অজ্ঞাতনামা প্রায় ৩০০ জনকে আসামি করে শুক্রবার (১৫ জানুয়ারি) মামলা হয়েছে।
মতিঝিল থানায় পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা বাদী হয়ে মামলাটি করেন।
এর আগে গত বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে এনসিটিবি কার্যালয়ের সামনে নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি বাতিলের দাবি এবং এর বিরোধিতা করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে নারীসহ কয়েকজন আহত হন এবং পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।