বিএনপির নেতা-কর্মীদের সতর্ক করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ সঙ্গে না থাকলে কী হয়, তা ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজেই ভুল করলে জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দেবে, তখন কিন্তু পস্তাতে হবে, হা-হুতাশ করতে হবে। এখনো সময় আছে, মানুষ যেভাবে চায় সেভাবে চলতে হবে। মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে।
রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, জনগণ যখন ক্ষিপ্ত হয়, স্বৈরাচার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এখনো চোখের সামনে জ্বলজ্বল করছে সেই উদাহরণ।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। বিষয়টির প্রতি ইঙ্গিত করে দলের নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি বড় দল…জনগণ যদি ক্ষিপ্ত হয়? জ্বলজ্বল করছে সেই উদাহরণ। কাজেই দিন শেষে কিন্তু জনগণ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কিছু কিছু রাজনৈতিক শক্তি যত ছোট বা বড় হোক না কেন, তারা বিভিন্নভাবে বিএনপির বিপক্ষে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে। এ ব্যাপারে নেতা-কর্মীদের সতর্ক-সচেতন হতে হবে।
দলের নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, অন্য কেউ সরকার গঠন করলে বিএনপির নেতা-কর্মীরা কি ভালো থাকতে পারবেন? এ সময় মিলনায়তনে উপস্থিত থাকা নেতা-কর্মীরা চিৎকার করে ‘না’ বলেন।
এরপর তারেক রহমান বলেন, কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে, তাহলে সেটা কি দেশ-জাতির জন্য ভালো হবে? এবারও নেতা-কর্মীরা ‘না’ বলেন। শেষে তারেক রহমান নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘এখনো সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ান। এখনো আমাদের সময় আছে মানুষ যেভাবে চায় সেভাবে চলেন। দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকের (জনগণ) কাছেই যেতে হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘আমি কয়েক মাস ধরে বলছি, সামনের নির্বাচন এত সহজ হবে না, আপনারা যত সহজ ভাবছেন। নিজের মনে যত বড়াই করুন, বিএনপির তো শাখা–প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে, অন্যদের কি আছে?…থাকতে পারে আপনার শাখা–প্রশাখা…গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছেন, ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছেন। কিন্তু তারপরও জনগণ ম্যাটারস।’
আগে সংস্কার, পরে নির্বাচন খোঁড়া যুক্তি
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগে সংস্কার, পরে নির্বাচন—এটা খোঁড়া যুক্তি। নির্বাচন কেন দেরিতে হবে। নির্বাচন দ্রুত হলে দেশের সংকট দ্রুত কাটবে।
অর্থনীতির অবস্থা ভালো নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জিনিসপত্রের দাম এমনভাবে বেড়েছে যে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ের প্রতি নজর দিতে বলেন তিনি।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রশাসনে যাঁরা আছেন, তাঁরা আবার আগের মতো শুরু করেছেন। দুর্নীতি শুরু হয়ে গেছে। এই দুর্নীতি যাতে না হয়, সেদিকে নজর দিন। সুশাসনের দিকে নজর দিন। পুলিশ যাতে ভালো কাজ করে, সেদিকে নজর দিন। সঙ্গে সঙ্গে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।’
দ্রুত নির্বাচন দেওয়ার দাবি
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সালাহ উদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন আহমদ দ্রুত সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান। তাঁদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির দীর্ঘ আন্দোলনের চূড়ান্ত ফল অন্তর্বর্তী সরকার। যত দ্রুত সম্ভব জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকারকে বিদায় নেওয়ার আহ্বান জানান তিনি।
‘আসমান থেকে টপকে’ এক দিনে ৫ আগস্ট হয়নি উল্লেখ করে সালাহ উদ্দিন আহমদ বলেন, কিছু কিছু উচ্চাভিলাষ দেশের জন্য ক্ষতি হতে পারে। কারও উচ্চাভিলাষ পূরণের হাতিয়ার না হওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ইতিহাসে স্মরণীয় হতে চাইলে আগামী ৫ আগস্ট জাতীয় নির্বাচন দিন। নির্বাচনের আয়োজন করতে তিন থেকে চার মাসের বেশি সময় লাগে না।
কিংস পার্টি গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, একটি দলকে ক্ষমতায় নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা।
কারও সততা নিয়ে প্রশ্ন উঠলে তাঁর বিএনপিতে থাকার অধিকার নেই বলে সভায় উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সেলিমা রহমানসহ অনেকে বক্তব্য দেন। সভার সঞ্চালক ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন।