যুবদল নেতাকে কুপিয়ে জখম, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা জাকির হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় সদর (পূর্ব) উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেনসহ ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

আহত জাকির সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও বাঙ্গাখাঁ গ্রামের আলী আহম্মদ সওদাগরের ছেলে। এদিকে সন্ধ্যায় আনোয়ার হোসেনকে দলীয় পদ-পদবি থেকে বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। জেলা কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ জানায়, সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের মিরিকপুর বাজারে শনিবার (১৮ জানুয়ারি) রাতে স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ারের নেতৃত্বে যুবদল নেতা জাকিরের ওপর হামলা চালানো হয়। এসময় কুপিয়ে তার পিঠে জখম করা হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় মো. ইয়াসিন, মো. রাসেল ও ইসমাইল হোসেন নামে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার করা নিয়ে যুবদল নেতা জাকির ও স্বেচ্ছাসেবক দলের আনোয়ার, কবির হোসেন ও কৃষকদল নেতা মিঠুর মধ্যে বিরোধ চলে আসছে। ঘটনার সময় জাকির মিরিকপুর বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথে আনোয়ারের নেতৃত্বে হামলা চালানো হয়।

এ ব্যাপারে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেনের বক্তব্য জানা যায়নি। তবে জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আরফ মাহমুদ কাজল জানিয়েছেন, যুবদল নেতা জাকিরের ওপর হামলার ঘটনায় আনোয়ার হোসেনকে দলীয় পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা কমিটির সভাপতি মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সভা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন বলেন, জাকিরের ওপর হামলার ঘটনাটি শুনেছি। যারা এ ঘটনায় জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে।

শেয়ার করুন