গাজীপুরে ঝুট গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুট গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহানগরীর কোনবাড়ীর আমবাগ এলাকায় রাত ৯টার দিকে একটি ঝুট গুদামের আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিস ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

শেয়ার করুন