বিপিএল : প্লে-অফের আশা নিয়ে এগোচ্ছে সিলেট স্ট্রাইকার্স

মত ও পথ ডেস্ক

সিলেট স্ট্রাইকার্স
সিলেট স্ট্রাইকার্স। ফাইল ছবি

বিপিএলে হারের বৃত্তে আটকে থাকা সিলেট স্ট্রাইকার্সের সামনে এখনো প্লে-অফে খেলার স্বপ্ন বেঁচে আছে। সোমবার (২০ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৬ রানের হারেও আশাবাদী আরিফুল হকের দল। সিলেটের বিদেশি ক্রিকেটার সামিউল্লাহ শিনওয়ারি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানালেন, বাকি চারটি ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নেওয়ার লক্ষ্য তাদের।

শিনওয়ারি বলেন, ‘এখনো ৪টি ম্যাচ বাকি আছে। আমরা যদি ভালো ব্যবধানে জয় তুলে নিতে পারি এবং বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ে সেরাটা দিতে পারি, তাহলে অনেক কিছুই সম্ভব। অনেক দল এখনো পয়েন্ট টেবিলে আমাদের কাছাকাছি রয়েছে। যদি ১২ পয়েন্ট পর্যন্ত যেতে পারি, তাহলে ভালো সুযোগ থাকবে। ইনশাআল্লাহ, আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

শিনওয়ারি এদিন দলের ক্রিকেটার জাকের আলীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘জাকের দুর্দান্ত একজন ক্রিকেটার। তিনি জানেন চাপের পরিস্থিতিতে কেমন খেলা প্রয়োজন। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে বড় খেলোয়াড়রা যেভাবে পারফর্ম করে, সেও তাই করেছে। দলের জন্য এটা ইতিবাচক। আশা করি, সে তার এই ফর্ম ধরে রাখবে এবং বাংলাদেশের হয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো পারফর্ম করবে।’

ঢাকার বিপক্ষে ৬ রানের হারের পেছনে কী পার্থক্য গড়ে দিয়েছে, সে বিষয়ে শিনওয়ারি বলেন, ‘আমরা খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। কিন্তু মনে হয় ১৫-২০ রান অতিরিক্ত দিয়ে ফেলেছি। এখানেই পার্থক্যটা হয়ে গেছে। আমরা বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং ভালো করেছি। তারপরও ম্যাচটা হেরেছি। তবে এখনো ৪টি ম্যাচ বাকি আছে। আশা করছি, সেগুলোতে ভালো করতে পারব।’

শেয়ার করুন