ময়মনসিংহে দুই ‘সমন্বয়ক’কে গ্রেপ্তার করল যৌথবাহিনী

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় চিনি ও জিরা মজুতের অভিযোগে দুই সমন্বয়ককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আজ বুধবার বিকেলে পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মালামালসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের ফুলপুর উপজেলার সমন্বয়ক জিল্লুর রহমান হৃদয় (২৮) ও মাসুদ রানা (২৬)।

ফুলপুর থানার ওসি সৈয়দ আব্দুল হাদি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইব্রাহীমের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালায়। এসময় ভারতীয় পণ্য গুদামজাত করার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ১২০ বস্তা চিনি এবং ১৫ বস্তা জিরা জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় মালামাল চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ময়মনসিংহ জেলা বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান বলেন, হয়তো তারা আন্দোলনের কর্মী হতে পারেন। তবে ব্যক্তিগতভাবে আমি তাদের চিনি না। আন্দোলনের কর্মী অথবা সমন্বয়ক যেটাই হোক সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা দোষী সাব্যস্ত হলে তাদের আইনের আওতায় আনা হোক।

শেয়ার করুন