৪ নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক

গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় ৪ নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকমী গোষ্ঠী হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দি থাকা ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল।

শনিবার গাজা শহরের প্যালেস্টাইন স্কোয়ারে একটি মঞ্চে ইসরায়েলি সামরিক ইউনিফর্ম পরা চার মুক্তিপ্রাপ্ত সেনাকে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) প্রতিনিধিদের কাছে স্থানান্তর করে হামাস। এসময় হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের কয়েক ডজন যোদ্ধা উপস্থিত ছিলেন।

চার ইসরায়েলি নারী সেনা হস্তান্তর অনুষ্ঠান প্রত্যক্ষ করতে হাজার হাজার ফিলিস্তিনি ফিলিস্তিন স্কোয়ারে জড়ো হয়েছিলেন। এসময় মুক্তিপ্রাপ্ত নারী সেনারা সকলের উদ্দেশে হাসিমুখে হাত নাড়েন ও ধন্যবাদ জানান।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, মুক্তিপ্রাপ্ত চার সেনাকে ইসরায়েলে স্থানান্তর করার আগে গাজায় তাদের বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

এক বিবৃতিতে আইডিএফ জানায়, ‘ফেরত আসা চার জিম্মি বর্তমানে আইডিএফের বিশেষ বাহিনীর সঙ্গে ইসরায়েলে ফিরছেন। সেখানে প্রথমে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে।‘

মুক্তিপ্রাপ্ত চার ইসরায়েলির সেনা হলেন— লিরি আলবাগ (১৯), ড্যানিয়েলা গিলবোয়া (২০), কারিনা আরিয়েভ (২০) এবং নামা লেভি (২০)। তারা নাহাল ওজ ঘাঁটিতে ইসরায়েলি সেনাবাহিনীর নজরদারি ইউনিটের সদস্য।

চার ইসরায়েলি সেনার বিনিময়ে প্রায় ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে আইসিআরসি।

প্রসঙ্গত, টানা ১৫ মাসের যুদ্ধের পর গাজায় নতুন একটি যুদ্ধবিরতি শুরু হয়েছে ১৯ জানুয়ারী। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী: প্রতিটি ইসরায়েলি বন্দি মুক্তির বিনিময়ে ৩০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী অন্যতম দেশ মিশর জানিয়েছিল, যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম ছয় সপ্তাহে মোট এক হাজার ৮৯০ জন ফিলিস্তিনি মুক্তি পাবে।

শেয়ার করুন