মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) জাতিসংঘের ১৩ জন বিদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বিদ্রোহী এম২৩ গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে নিহত হন তারা। নিহত শান্তিরক্ষীদের মধ্যে ৯ জনই দক্ষিণ আফ্রিকার। নিহত বাকি শান্তিরক্ষীদের তিনজন মালাউইয়ান এবং একজন উরুগুয়ের সৈন্যও রয়েছে।
রোববার এ খবর দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী বলেছে, ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরে বিদ্রোহী যোদ্ধাদের অগ্রযাত্রাকে ব্যর্থ করে দেয়ার সময় তাদের ৯ জন সৈন্য মারা গেছেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, সহিংসতা বন্ধ করতে বৈশ্বিক আহ্বানের মধ্যেই তিনি ডিআর কঙ্গো এবং রুয়ান্ডা নেতাদের সাথে কথা বলেছেন।
প্রতিবেদনে বলা হয়, সংঘাত তীব্র হওয়ার সাথে সাথে জাতিসংঘ সমস্ত অপ্রয়োজনীয় কর্মীদের গোমা থেকে সরিয়ে নিচ্ছে।
এম২৩ এবং ডিআর কঙ্গোর সেনাবাহিনীর মধ্যে লড়াই বছরের শুরু থেকে তীব্রতর হয়েছে। বিদ্রোহীরা আগের চেয়ে আরও বেশি অঞ্চল দখল করে নিয়েছে।
জাতিসংঘের মতে, সংঘাতের কারণে এ বছর ইতিমধ্যেই ৪০০,০০০ এরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।