বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি বহালের দাবিতে ‘লং মার্চ টু ইউজিসি’

নিজস্ব প্রতিবেদক

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতি বহাল ও সংস্কারের দাবিতে ‘লং মার্চ টু ইউজিসি’ কর্মসূচি শুরু করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

আজ রোববার (২৬ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশন এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। পরে বেলা ১১টার দিকে তারা সেখান থেকে ইউজিসি অভিমুখে যাত্রা করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগের শিক্ষাবর্ষের মতো এবারও ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা চান তারা। এজন্য লং মার্চ করছেন তারা।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভাষ্য, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হলে সময় ও অর্থ সাশ্রয় হয়। একই সঙ্গে ভোগান্তি কমে। নিম্নআয়ের পরিবারের সন্তানদের ভর্তির সুযোগ সৃষ্টি হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো আলাদাভাবে পরীক্ষা নিলে অনেকে পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। এ কারণে গুচ্ছ বহালের দাবিতে আন্দোলন করছেন তারা।

শেয়ার করুন