রুশ আগ্রাসনের মুখে তিন বছর আগে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও দায়ী ছিলেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে গত বৃহস্পতিবার দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জেলেনস্কি অনেক বড়, অনেক বেশি শক্তিশালী একটি দেশের বিরুদ্ধে লড়াই করছিল। যেটা তার করা উচিত হয়নি। কারণ আমরা (ইউক্রেন ও রাশিয়া মধ্যে) একটি চুক্তি করাতে পারতাম। এ রকম একটি চুক্তি করা কোনো ব্যাপারই ছিল না।
‘আমি খুব সহজেই এই চুক্তি করাতে পারতাম। কিন্তু জেলেনস্কি সিদ্ধান্ত নিলেন যুদ্ধ করার,’ যোগ করেন ট্রাম্প।
২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলের পর ২০২২ সালে ইউক্রেনের মূল ভূখণ্ড দখলের চেষ্টা শুরু করে মস্কো। গত ডিসেম্বরে জেলেনস্কি জানান, এই যুদ্ধে অন্তত ৪৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। রাশিয়াও এই যুদ্ধে হাজারো সেনা হারিয়েছে।
সাক্ষাৎকারে জেলেনস্কির সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, ‘যুদ্ধে মোতায়েনের জন্য রাশিয়ার ৩০ হাজার আর্মি ট্যাংক প্রস্তুত ছিল। জেলেনস্কির হাতে বলতে গেলে কিছুই ছিল না। এই অবস্থায় তার যুদ্ধে জড়ানো উচিত হয়নি।’
‘এরপর আমরা (ইউক্রেনকে) অস্ত্র সরবরাহ শুরু করলাম এবং প্রচুর পরিমাণে সরবরাহ করে গেলাম। তারা সাহসিকতার সঙ্গে সেই অস্ত্র ব্যবহার করেছিল। কিন্তু শেষ পর্যন্ত, এটি একটি যুদ্ধ। এর একটি বিহিত করতেই হবে।’
নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের সবচেয়ে বড় প্রতিশ্রুতিগুলোর একটি ছিল ইউক্রেন যুদ্ধ নিয়ে। তিনি বলেছেন, নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে থামিয়ে দেবেন এই যুদ্ধ।
সম্প্রতি যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বুধবার পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন, যুদ্ধ শেষ না হলে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
ফক্স নিউজের সাক্ষাৎকারে জেলেনস্কি ইতোমধ্যে যুদ্ধ শেষ করতে প্রস্তুত বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।