খুলনায় ক্লাব দখলে নিয়ে গণঅধিকার পরিষদের কার্যালয়ের ব্যানার

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর একটি ক্লাব ‘দখলে নিয়ে’ সেখানে গণঅধিকার পরিষদের কার্যালয়ের ব্যানার টানিয়ে দেওয়া অভিযোগ করা হয়েছে।

সোমবার দুপুরে নগরীর শান্তিধাম মোড় এলাকায় গণপূর্তের একটি ভবনে থাকা ‘পঞ্চবীথি ক্রীড়াচক্র’ এর কার্যালয়ে গিয়ে তালা ভেঙে সেখানে গণঅধিকার পরিষদের ব্যানার টানিয়ে দেওয়া হয় বলে ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম অভিযোগ করেন।

তবে গণঅধিকার পরিষদের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ রাশেদুল ইসলামের দাবি, কার্যালয়টি দখলে নেওয়া হয়নি। অনৈতিক কাজ যেন না হয় সেজন্য শিক্ষার্থীরা সেখানে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছেন। আমাদের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, এখানে অবৈধ কার্যক্রম চলত। এখানে জুয়া খেলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রম পরিচালনা করা হত।

এলাকাবাসীরা বলেন, পঞ্চবীথি ক্রীড়াচক্র এর কার্যক্রম যে ভবনে পরিচালিত হত সেটি মূলত গণপূর্তের একটি দ্বিতল ভবন। ভবনের দ্বিতীয় তলায় ক্লাবের কার্যক্রম চলত। ১৪-১৫ বছর ধরে সেখানে ক্লাবের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ভবনটির নিচতলায় রয়েছে আরও কিছু কার্যালয়।

পঞ্চবীথি ক্রীড়াচক্রের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম বলেন, সরকারিভাবে বরাদ্দ নিয়েই দীর্ঘদিন ধরে সেখানে ক্লাবের কার্যক্রম পরিচালনা করে আসছেন তারা। দুপুর আড়াইটার দিকে ওই ক্লাবের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন গণঅধিকার পরিষদের জেলা শাখার নেতাকর্মীরা। পরে তারা ক্লাবের সাইনবোর্ডের জায়গায় ‘গণঅধিকার পরিষদ, খুলনা মহানগর ও জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানার টানিয়ে দেন।

নাজমুল বলেন, ছয় মাস ধরে ক্লাবটি তালাবদ্ধ হয়ে পড়ে আছে। সেখানে যদি কোনো অনৈতিক কার্যক্রম চলত, তাহলে সাধারণ মানুষের সেটা জানার কথা।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।

খুলনা মহানগর ও জেলা কার্যালয় লেখা ব্যানার টানিয়ে দেওয়ার বিষয়ে গণঅধিকার পরিষদের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেদুল বলেন, সেটি ইজারা নেওয়ার জন্য গণপূর্ত ও বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করা হয়েছে। কে বা কারা পাবে, কাদের সঙ্গে যোগাযোগ করবে, এ কারণে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে।

তালা ভেঙে ভেতরে প্রবেশের বিষয়ে তিনি বলেন, বারবার বলা হয়েছিল, কিন্তু তারা তা শোনেননি। তারা তাদের কার্যক্রম চালিয়ে গেছেন। এ কারণে এটা করা হয়েছে।

শেয়ার করুন